শুকরিয়া
শোকর হে মাওলা! তুমি আমাদেরকে একটি ইসলামী আদর্শ বিদ্যালয় গড়ার সুযোগ করে দিয়েছো। শোকর আদায় করি এই জন্য যে, তুমি আমাদের বিদ্যালয়ে নিষ্পাপ শিশুদের পদচারণায় প্রাণবন্ত করেছো এবং আমাদেরকে এমন কিছু শিক্ষকমণ্ডলী দান করেছো যাদেরকে তুমি আদর্শবান ও একনিষ্ঠতার গুণে গুণান্বিত করেছো।
শোকর বিদ্যালয়ের সেইসব শিক্ষকমণ্ডলীর, যারা শিশুদেরকে তালীম ও তরবিয়ত নিয়ে ভেবেছেন, ভাবছেন এবং অবদান রেখে যাচ্ছেন- শিশুদেরকে সুন্দর মানুষ হিসেবে, সত্যিকারের মুসলিম হিসেবে গড়ে তুলতে যারা তাদের নিখুঁত পরিচর্যা ও সুষ্ঠু মানসিক বিকাশ নিশ্চিত করতে সময় দিচ্ছেন। বিশেষ করে আইডিয়াল প্রাইমারি স্কুল -এর সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আব্দুল গাফফার ফরিদ সাহেব, যার দিকনির্দেশনায় অত্র বিদ্যালয় অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করুন। সবার খেদমত কবুল করুন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন।
আজকের শিশুই আগামী দিনের শিক্ষক, ভবিষ্যতের কর্ণধার, ভবিষ্যতের কাণ্ডারী। আগামীর পৃথিবীকে সঠিক দিক-নির্দেশনা দানে যোগ্য হয়ে উঠুক, আল্লাহ তাআলার সকল নির্দেশনা মেনে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠুক, যেন এক মানুষ আরেক মানুষের অধিকারের রক্ষাকারী হয়। ওদের মাধ্যমে পৃথিবী হয়ে উঠুক শান্তিময় সুখের নিবাস, যেমন ছিল ইসলামের সোনালী যুগে...
শোকর আদায় করছি আইডিয়াল প্রাইমারি স্কুল -এর সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আঃ ওয়াহেদ ও মিসেস ইয়াসমিন রোকাইয়া ওয়াহেদ-এর। সুস্থতার সাথে বিদ্যালয়ের ওপর তাঁদের ছায়া দীর্ঘ হোক। আল্লাহ আমাদের সকলের এই পথ চলাকে উভয় জাহানের জন্য কল্যাণকর করুন। আমিন, ইয়া রাব্বাল আলামীন।
-দেলাওয়ার হোসাইন হুযাইফি, সহকারি শিক্ষক, আইডিয়াল প্রাইমারি স্কুল।
No comments