Header Ads

Header ADS

অভিভাবকের পালনীয়

অভিভাবকদের পালনীয়ঃ

বিসমিল্লাহির রহমানির রাহিম

১। বিদ্যালয় হইতে নির্ধারিত অভিন্ন পোশাক (ছাত্রদের জন্যঃ নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা জুতা ও মোজা। ছাত্রীদের জন্যঃ সাদা রঙের সেলোয়ার ও নীল রঙের ফ্রক, মাথায় সাদা গোল স্কার্ফ, সাদা রঙের জুতা ও মোজা) যথাযথভাবে শিক্ষার্থীকে পরিধান করানোর দায়িত্ব অভিভাবককে পালন করিতে হইবে।

২। প্রতিদিনের বাড়ির কাজ (হোম ওয়ার্ক) শিক্ষার্থীকে দিয়ে সম্পাদন করানো, বই-খাতার মলাট প্রাণীর ছবিমুক্ত রাখার দায়িত্ব অভিভাবককে কঠোরভাবে পালন করিতে হইবে।

৩। শিক্ষার্থীর প্রয়োজনীয় সামগ্রী, যেমন- পোশাক ও বই, খাতা, ব্যাগ ইত্যাদি যথাযথভাবে অভিভাককে সরবরাহ করিতে হইবে এবং অন্যের বই-খাতা, পেনসিল-রাবার না ধরা, নিজের নয় এমন জিনিস ব্যাগে পাওয়া গেলে শিক্ষককে জানানোর ব্যাপারে শিক্ষার্থীকে বুঝানো অভিভাবকের কর্তব্য হইবে।

৪। প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা ও ক্লাস শুরুর ১০ মিনিট পূর্বে শিক্ষার্থীকে উপস্থিত করানো অভিভাবকের দায়িত্ব হইবে। শিক্ষার্থীর নিয়মিত অনুপস্থিত থাকা নিয়মভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হইবে।

৫। ক্লাস চলাকালীন বিনা অনুমতিতে শ্রেণিকক্ষের সামনে অভিভাবকের দাঁড়িয়ে থাকা, পূর্বেই ব্যাগ রেখে জায়গা নির্ধারণ করা এবং আলোচিত-সমালোচিত হইতে পারে এমন কথা, কাজ ও পোশাক হইতে স্কুল চত্বরে অভভাবককে অবশ্যই বিরত থাকিতে হইবে।

৬। সকল সরকারি ছুটি ও আরবী রমজান মাস সাধারণ ছুটি হিসেবে গণ্য হইবে, অন্যান্য ছুটি বিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক হইবে।

৭। অফিসের সাথে যাবতীয় লেনদেন নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে প্রতি ইংরেজি মাসের ১০ তারিখের মধ্যে সম্পন্ন করিবেন।

৮। শিক্ষা সংক্রান্ত যে কোন পরামর্শ/ অভিযোগ থাকিলে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করিবেন।

৯। প্রতি পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট সংগ্রহ করিয়া স্বাক্ষরসহ নির্ধারিত সময়ে অফিসে জমা দিতে হইবে।

১০। স্কুল আঙ্গিনায় ফোন/ট্যাব ইত্যাদি শিক্ষার্থীদের হাতে দেয়া হতে বিরত থাকিতে হইবে এবং নিজেদের ব্যবহারেও সতর্ক হইতে হইবে। অভিভাবকদের ভদ্রোচিত ইসলামী পোশাক পরিধানের ব্যাপারে যত্নবান হইতে হইবে।

১১। কোন অন্যায় আবদার বা সুপারিশ করা হইতে অবশ্যই বিরত থাকিতে হইবে।

১২। উল্লেখিত নিয়মকানুন মানিয়া চলিব এবং মানিয়া চলিতে অপারগ হইলে শিক্ষার্থীর ভর্তি বাতিল সহ যে কোন সিদ্ধান্ত নির্দ্বিধায় মানিয়া নিব।

আল্লাহ আমাদেরকে উল্লিখিত নিয়মাবলী সম্পূর্ণরূপে পালন করিবার তৌফিক দান করুন আমিন।



No comments

Theme images by cstar55. Powered by Blogger.