Header Ads

Header ADS

গল্প থেকে শিক্ষা

গল্প থেকে শিক্ষাঃ

 শিশুরা ফুলের কুঁড়ির মতো। ওরাই একদিন বিকশিত হয়ে সুন্দর ফুলে পরিণত হয়ে চারিদিকে সুবাস ছড়াবে। আর ওরা যদি বিকশিত হতে না পারে, তবে মুকুলেই ঝরে যাবে। তাই শিশুদের ঈমানি চেতনা নিয়ে বিকশিত হবার সুযোগ করে দিন। দেখবেন, এই শিশুই বড় হয়ে আলোকিত মানুষ হবে।

 ইমানদারির শিক্ষা

ছোট্ট ছেলে আসিফ। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। ছোট বেলা থেকেই সাইকেলের প্রতি তার খুব আকর্ষণ। এ জন্য বাবা তাকে একটি সাইকেলও কিনে দিয়েছেন। প্রতিদিন সে সাইকেল নিয়েই স্কুলে যাতায়াত করে।

একদিন সে তার সাইকেলটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর ঘটে বিপত্তি, অসতর্কতাবসতঃ রাস্তার পাশে পার্কিং করা একটি দামি গাড়ির সাথে তার সাইকেলের ঘষা লেগে দাগ পড়ে যায়। ফলে আসিফ ভীষণ ভয় পেয়ে যায়। কী করবে সে, ভেবে উঠতে পারে না। একবার ভাবে, পালিয়ে যাই। আবার কী যেন ভেবে সেখানেই সে দাঁড়িয়ে থাকে।

একটু দূরেই চায়ের দোকানে বসে কয়েকজন এই ঘটনাটি খেয়াল করছিল। সেখান থেকে এক লোক তার কাছে এগিয়ে এলেন। বললেন, “এই ছেলে.....

আওয়াজ শুনেই আসিফ শিউরে ওঠে । গাড়ির মালিক ভেবে সে ভীত হয়ে কাঁপা কাঁপা কন্ঠে বলে, “আমি একজন ছাত্র। আমাকে মাফ করে দিন।”
আসিফ অনেক ভয় পেয়েছে বুঝতে পেরে লোকটি আসিফকে জিজ্ঞেস করে, “তোমার বাবা কী করেন?”

আসিফ উত্তর দেয়, “আমার বাবা একজন কৃষক। বাবার ইচ্ছা আমাকে লেখাপড়া করিয়ে বড় মানুষ বানাবেন। তাই আমি স্কুলে যাচ্ছিলাম। কিন্তু....”

লোকটি জিজ্ঞাসা করে, “এখানে তো কেউ ছিল না। তুমি পালিয়ে গেলে না কেন?”

আসিফ উত্তরে বলে, আমার বাবা বলেছেন, “সব কাজ ইমান ও ইমানদারির সাথে করবে। কেননা এর দ্বারা মানুষের পরিচয় প্রকাশ পায়। আর তুমি যা-ই করো না কেন, আল্লাহ সবকিছু দেখেন।”

লোকটি বললো, “ তোমার ইমানদারির জন্য তোমাকে মাফ করে দিলাম।”

আসিফ অত্যন্ত খুশি হয়ে লোকটিকে শুকরিয়া জানিয়ে চলে যায়। আসিফকে বিদায় জানিয়ে লোকটি সেখানেই দাঁড়িয়ে থাকে।

কিছুক্ষণের মধ্যেই মাঝবয়সী এক লোক সেখানে উপস্থিত হলেন, যিনি একটু দূরে দাঁড়িয়ে এ ঘটনা প্রবাহ দেখছিলেন। তিনি এসে বললেন, “আপনি কেন ছেলেটিকে ছেড়ে দিলেন? সে তো গাড়িতে দাগ ফেলে দিয়েছে! এর মেরামতে তো অনেক........ ”

লোকটি উত্তরে বলে, “ইমান ও ইমানদারির কোনো মূল্য হয় না। ছেলেটি গরীব ঘরের, কিন্তু তার শিক্ষা ছিল অতি উত্তম-- যা আমাকে মুগ্ধ করেছে। তাই আমি তাকে ছেড়ে দিয়েছি।”

মাঝবয়সী লোকটি বললেন, “ভাইসাব, গাড়িটি কি আপনার?”
লোকটি উত্তর দিল, “না, গাড়িটি তো আমার নয়। তবে আমি গাড়ির মালিকের অপেক্ষায় আছি। যখন তিনি আসবেন, আমি তাকে তার ক্ষতিপূরণ দিয়ে দিব। আর......”

তাঁর কথা শেষ না হতেই মাঝ বয়সী লোকটি তার হাতের রিমোট দিয়ে গাড়ির লক খোলেন এবং বলেন, “গাড়িটি আমার।”

লোকটি অবাক হয়ে পকেটে হাত দিতে দিতে বলে, “ও - আচ্ছা, আপনার! তাহলে ক্ষতিপূরণের জন্য কত টাকা....... ”
তাঁর কথা শেষ করতে না দিয়ে মাঝবয়সী লোকটি তাকে বলেন, “ইমান ও ইমানদারির কোনো মূল্য হয় না।” -এজন্য আমিও আপনাকে ক্ষমা করে দিলাম।

প্রেরণার উৎস: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাফ করার দ্বারা যদি সম্মান কমে তবে আমার থেকে নিয়ে নিও।”

(অন্তর্জালের সাইট থেকে থিম সংগ্রহ করে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি।)






No comments

Theme images by cstar55. Powered by Blogger.