Header Ads

Header ADS

বাণী

একটি চারাগাছকে যেমন যথাযথ পরিচর্যার মাধ্যমে সুন্দর ও উপযুক্ত গাছে পরিণত করা যায়, তদ্রুপ শিশুদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দিলে তারাও সমাজ ও জাতি গঠনে উজ্জ্বল ভূমিকা রাখতে পারবে- এ ধারণা থেকে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় যথাসাধ্য সহযোগিতার চেষ্টা বরাবরই করে যাচ্ছিলাম। ১৯৯৬ সালে চাকুরি থেকে অবসরের পর মানিকগঞ্জে যাতায়াতের সুবাদে মানিকগঞ্জ- এর বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কিছু করার ইচ্ছা তৈরি হয়। যেখানে পূর্ব থেকেই আমাদের প্রতিষ্ঠিত মসজিদ ও মক্তবের শিক্ষা কার্যক্রম চলমান ছিল। এ চিন্তা থেকেই ২০০০ সালে মসজিদের ইমাম মুহাম্মদ আব্দুল গাফফার ফরিদ - এর পরামর্শে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তার একটি শিক্ষা সেবা মূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় ২০০৩ সালে আব্দুল গাফফার ফরিদ - এর পরিকল্পনায় আইডিয়াল প্রাইমারি স্কুল নামে একটি শিক্ষা-সেবা মূলক প্রতিষ্ঠান আমরা শুরু করি। যাতে আমার পাশাপাশি আমার ছেলে-মেয়ে, নাতি-নাতনি তথা অধস্তন বংশধর সমাজ নির্মাণে ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। স্রষ্টার নিকট প্রার্থনা করি যে, তিনি আমাদের এ চেষ্টাকে গ্রহণ করেন ও এতে আরও অধিক কল্যাণ দান করেন।

মুহাম্মদ আব্দুল ওয়াহেদ
প্রধান পৃষ্ঠপোষক


No comments

Theme images by cstar55. Powered by Blogger.