Header Ads

Header ADS

Notice

জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) ২০২২ প্রস্তুতি:
#নভেম্বর ২০২২ মাসে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুষ্ঠিত হবে।

#৩য় ও ৫ম শ্রেণির বাংলা ও গণিত বিষয়ে এ মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এ মূল্যায়নে প্রতি বিষয়ের নির্ধারিত সময় ১:০০ ঘন্টা।

#প্রশ্নের সংখ্যা ৩য় শ্রেণিতে ৩৫টি (এমসিকিউ ৩০টি সিকিউ ৫টি) এবং ৫ম শ্রেণিতে ৪০টি (এমসি কিউ ৩৫টি সিকিউ ৫টি)।

#দৈবচয়ন ভিত্তিতে বিদ্যালয়সমূহ নির্বাচন করে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। 

পরামর্শ:
1. কারিকুলাম অনুসরণ করে নমুনা প্রশ্নের আলোকে পাঠ্যপুস্তক বহির্ভূত প্রশ্ন প্রস্তুত করে শিক্ষার্থীদের অনুশীলন করান।
2. অনুশীলনে শিক্ষার্থীদের ভুল-ভ্রান্তি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করুন।
3. বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রান্তিক যোগ্যতা উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা বিষয়ভিত্তিক শিক্ষকের এটাই মূল দায়িত্ব।
4. শিক্ষার্থীর পূর্ণ নাম, শ্রেণির নাম, শাখার নাম, বিদ্যালয়ের নাম সুন্দরভাবে লেখার অনুশীলন করানো।
5. পাঠ্য বইয়ের অনুশীলনীভিত্তিক প্রশ্ন না করে যোগ্যতাভিত্তিক প্রশ্ন করে মূল্যায়ন করা। #শিক্ষার্থীদের মুখস্থ করার বিষয়টি পরিহার করানো এবং জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক অনুচ্ছেদ নিজে তৈরি করে এবং শিক্ষার্থীরা যেন তৈরি করে পড়তে, লিখতে পারেন সেভাবে গড়ে তুলতে বিষয় শিক্ষকের ভূমিকা পালন।
6. পরিশেষে বলা যায়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জনে নিয়মিত অনুশীলন করানোর বিকল্প নেই।

সকলের জন্য শুভ কামনা।
শাহ মো:মামুন অর রশীদ
সহকারী শিক্ষা অফিসার ( পওমূ)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


No comments

Theme images by cstar55. Powered by Blogger.