দু‘আ
গতানুগতিকতার স্রোতে ভেসে চলা এই সমাজে আমাদের মনুষ্যত্ব ও ঈমানের (বিশ্বাসের) বিকাশ তো দূরের কথা, যা আছে তাও টিকিয়ে রাখা এখন দায়। এহেন পরিস্থিতিতে “আইডিয়াল প্রাইমারি স্কুল” অন্ধকারে জোনাকির আলো জ্বলার মতো স্বল্প পরিসরে হলেও সঠিক শিক্ষা, সঠিক চিন্তা, সঠিক নৈতিকতা, সঠিক বিশ্বাসের (ঈমানের) শিক্ষা দিয়ে ভালো কিছু করা চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য যেহেতু মানব কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দুআ করছি যেন, আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানের জন্য আমাদের ক্ষুদ্র চেষ্টা-প্রচেষ্টা, এর জন্য অর্থ ব্যায় সহ সকল কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন আমাদের উভয় জাহানের মুক্তির কারণ হিসেবে কবুল করেন। আরো দু‘আ করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে সৎ গুণাবলী, ঈমানদীপ্ত আখলাক ও নৈতিকতা অর্জন করে সমাজে বাতিঘর রূপে কাজ করতে পারে। সর্বোপরি এই প্রতিষ্ঠানে যারা শ্রম দিয়ে যাচ্ছেন এবং শিক্ষার বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, আল্লাহ তায়ালা সকলকে উত্তম জাযা দান করেন। হে আল্লাহ, রহমানুর রাহীম! আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানান। আমিন, ইয়া রাব্বাল আলামীন।
ইয়াসমিন রোকাইয়া ওয়াহেদ
No comments